Image optimization



 ইমেজ অপ্টিমাইজেশন!


ওয়েবসাইট এর লোডিং টাইম কমিয়ে ফাস্ট করবার জন্য সবচাইতে জরুরী যে জিনিস তা হল ইমেজ অপ্টিমাইজেশন।

ইমেজ অপ্টিমাইজেশনের জন্য ৩ টি গুরুত্বপূর্ণ টিপসঃ

১) ইমেজ শুরুতে রিসাইজ করুন ম্যানুয়ালি।

২) বাহিরের কোন টুল দিয়ে ইমেজ কম্প্রেস করুন।

৩) ইমেজ কম্প্রেশনের জন্য একটা এক্সট্রা প্লাগিন ব্যবহার করুন।

এবং অবশ্যি অবশ্যি লেজিলোড অপশনটি এনাবল করবেন ইমেজ কম্প্রেশনের জন্য ব্যবহৃত টুল দিয়ে।

সতর্কতাঃ

১) কোন ইমেজ কখনই ১০০ কেবি এর বেশি রাখবেন না।

২) ইমেজের রেশিওতে ৯৫৫ এর বেশি ওয়াইডথ রাখবেন না।

৩) ফিচারড ইমেজের জন্য সেপারেট ইমেজ ব্যবহার করবেন।

সেইম ইমেজ পোস্টের ভেতর এক রেশিওতে ব্যবহার করবেন আর ফিচারড ইমেজ হিসেবে (যদি হোম পেইজে বা ক্যাটাগরি ফিডে শো করেন) ভিন্ন আর ছোট রেশিও ব্যবহার করবেন।

টুলঃ

১) ইমেজ এর রেশিওর জন্য বেসিক পেইন্ট টুল দিয়েই রিসাইজ করতে পারবেন।

২) কম্প্রেশনের জন্য 

https://compressimage.toolur.com/

সাইটটি ব্যবহার করতে পারেন। আমি নরমালি ইমেজ কোয়ালিটি ৭০-৯০ এ রাখি।

৩) ইমেজ কম্প্রেশনের জন্য যেসব প্লাগিন ব্যবহার করতে পারেন-


ShortPixel (best)

Smush

Imagify


Image optimization Image optimization Reviewed by ANS Tech on October 08, 2020 Rating: 5

1 comment:

  1. Image Optimization - Ans Technology >>>>> Download Now

    >>>>> Download Full

    Image Optimization - Ans Technology >>>>> Download LINK

    >>>>> Download Now

    Image Optimization - Ans Technology >>>>> Download Full

    >>>>> Download LINK

    ReplyDelete


Theme images by fpm. Powered by Blogger.